আল আযহার গ্রাজুয়েটস ইন বাংলাদেশের সভাপতি সুফি মিজানুর রহমান
সময়ঃ ১০ এপ্রিল ২০২২ খ্রিঃ, রবিবার
বৈশাখী টিভি ১০-০৪-২০২২ ইং চট্টগ্রাম প্রতিবেদক: বিশ্বের প্রাচীণতম বিদ্যাপীঠ মিশরের আল আযহার বিশ্ববিদ্যালয় কর্তৃক ‘দ্যা ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর আল আযহার গ্রাজুয়েটস ইন বাংলাদেশ’ এর সভাপতি মনোনীত হয়েছেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট ইসলামী গবেষক ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান। আজ রোববার (১০ই এপ্রিল) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়।
সুফি মিজানুর রহমান বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল আযহারি ছাত্রদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে, স্বেচ্ছাসেবামূলক ও বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে সংগঠনকে আরো শক্তিশালী করতে কাজ করে যাবেন তিনি।
এসময় বক্তব্য রাখেন মাওলানা অধ্যক্ষ রফিক উদ্দিন সিদ্দিকী ও আল্লামা ছৈয়দ জালাল উদ্দিন আযহারীসহ আরও অনেকে।