al-azhar-512png
bismillah-png-transparent-images-png-only-14

المنظمة العالمية لخريجي الأزهر الشريف فرع بنغلاديش

The World Organization for al-Azhar Graduates Bangladesh Branch

logo1
al-azhar-512png
bismillah-png-transparent-images-png-only-14
المنظمة العالمية لخريجي الأزهر الشريف فرع بنغلاديش

The World Organization for al-Azhar Graduates  Bangladesh Branch

logo1

বাংলাদেশে আল আজহার গ্র্যাজুয়েটস সংগঠনের যাত্রা শুরু

সময়ঃ ১০ এপ্রিল ২০২২ খ্রিঃ, রবিবার

জাগোনিউজ২৪.কম | ১০ এপ্রিল ২০২২

মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন দ্য ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর আল আজহার গ্র্যাজুয়েটস বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে।

রোববার (১০ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আল আজহার বিশ্ববিদ্যালয়ের ১০৮২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সংগঠনের বাংলাদেশ শাখার যাত্রা শুরু উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি ও পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সূফী মিজানুর রহমান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজের চেয়ারম্যান সৈয়দ মো. জালাল উদ্দীন। এ সময় সুফীজমের ওপর বক্তব্য দেন সুফী মিজানুর রহমান।

লিখিত বক্তব্যে বলা হয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হলেও মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় তারও আগে প্রতিষ্ঠিত হয়। অক্সফোর্ডের প্রতিষ্ঠাকাল ১০৯৬ খ্রিস্টাব্দ। কিন্তু আল আজহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ৯৭০ খ্রিস্টাব্দে।

১০৮২ বছরের পুরনো এ বিদ্যাপীঠের অধীনে বর্তমানে মিশরসহ সারাবিশ্বের ৫০টিরও অধিক প্রতিষ্ঠান রয়েছে। সেখানে ১৩০ থেকে ১৪০ দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বর্তমানে ২০ লাখ শিক্ষার্থী আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। প্রাথমিক পর্যায়ে এ বিদ্যাপীঠে দ্বীনি বিষয়ে পাঠদান করা হতো। কিন্তু বর্তমানে ইসলামী শিক্ষার পাশাপাশি সাইন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইকোনমিকস, বিজনেস স্টাডিজ, এগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিংসহ আধুনিক বিষয়গুলোও পাঠদানে অন্তর্ভূক্ত করা হয়েছে।

দ্য ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর আল আজহার গ্র্যাজুয়েটস বাংলাদেশ মিশর ও বাংলাদেশ উভয় দেশের অনুমোদিত একটি সংগঠন। এর মাধ্যমে বিশ্বব্যাপী আজহারী গ্র্যাজুয়েটসদের সঙ্গে মেলবন্ধন রচনা, বিভিন্ন ধর্মীয় ও অ্যাকাডেমিক সম্মেলন, সভা, সেমিনারের আয়োজন, আন্তর্জাতিক ইমাম প্রশিক্ষণের আয়োজন, পরিচালনা ও সনদ দেওয়া, স্কলারশিপ দেওয়া, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, দাওয়াহ ও ফতোয়া সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন নেছারিয়া মাদরাসার অধ্যক্ষ মাও: রফিক উদ্দীন আল আযহারী, মোহাদ্দেস কামাল উদ্দিন আযহারী, সৈয়দ মাসুম কামাল আযহারী, মাও: সাইফুদ্দিন খালেদ আল আযহারী, মো. হোসাইন আল আযহারী ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস প্রমুখ।

Shopping Basket
al-azhar-512png
al-azhar-512png